আসিয়া মায়ের আশ্রয়ে
করিলাম অভিজ্ঞতা সঞ্চয়
অল্প অংকের চাঁদা দিলে সমাদর নাহি পাওয়া যায়
এভাবেই আমার মত নগন্য ব্যক্তিদের মান-সম্মান;ইজ্জত বিকিয়ে যায় জ্বলন্ত চুলায়।
মাগো তুমি ধনীদের মা; তা আমি জানতাম না।
মাগো তোমায় দেখে হাসে কারা?
পকেটওয়ালা ঐ মহাজন’ যারা;
আমিতো তোমার পূজারী এমন
নাম;গোত্র; অর্থকড়ি নেই তেমন।
সহস্ত্র শর্ত বিন্যাস করে রোজ আমি ফিরি ঘরে
মাগো তোমার সামনেই আমার মত কত–
নিঃস্ব অসহায়েরা মর্মে আহত হয়ে মরে;
ভক্তিরা রুক্ষতার তাপে সরে গেছে বহু দূরে,
আমার ভক্তির শ্রাদ্ধ হয়েছে বহু আগে; তাই আমি ভবঘুরে।