( ১ )
আমার দেশটা স্বাধীন এখন স্বাধীনতা ছড়াছড়ি
বৈধ হয়েছে পরকীয়া মানবতা গড়াগড়ি ।
ধর্ষণটা রোজনামচা বিবেকের বলিদান
চারিদিকে শুধু পোড়া লাশ দেখি ওষ্ঠাগত প্রাণ ।
আশ্রমটা অনাথ হলেও দুর্নীতিতে ভরা
বৃদ্ধা মায়ের সঙ্গী এখন রোগ ব্যাধি আর জরা !
রন্ধ্রে রন্ধ্রে স্বার্থপরতা প্রতারণাতেই সুখ
ফাঁসিয়ে প্রেমে অর্থকামানো প্রতারক উন্মুখ ।
মিথ্যে কথায় চলছে জগৎ প্রচ্ছদ মরীচিকা
টাকার কুমির ললাটে পরেছে তোষামোদী জয়টিকা ।
কাব্যে এখন শরীর তত্ত্ব নীল নীল যত কথা
অলিন্দ জুড়ে উত্তেজনা তৃপ্ত প্রগলভতা ।
কাটমানিতে ছেয়ে গেছে দেশ ঘুষখোরদের রাজ
চাকরি যদি সরকারী হয় কিনতে মাথায় বাজ ।
চিকিৎসাও মূল্য বোঝে গরিবের বাঁচা দায়
নীল হলুদে মিশে গেলেই অন্যায় ঢেকে যায় ।
সন্ন্যাসীরা খুন হয়ে যায় দর্শক জনগণ
খুনীরা আদেও সাজা পাবে কি?বিষাদগ্রস্ত মন ।
বিলাসিতায় আড়মোড়া ভাঙে আধুনিকতার রেশ
হারিয়ে গেছে সোনার ভারত আমার প্রাণের দেশ !
( ২ )
ভারত আমার জন্মভূমি,
আমি দেশকে ভালোবাসি..
প্রেরণা যেথায় সহিষ্ণুতা
মানবতা পাশাপাশি ।
কুসুমে কুসুমে ঢাকা প্রান্তর
শস্য শ্যামল খেত
অংশুমানের দীপ্তকিরণ
ঘোচায় মনের খেদ ।
নির্ভীক নিঃশঙ্ক চিতে
হেথায় সেনার দল
তিমির রজনী জাগরণে কাটে
দুর্জয় মনোবল ।
শীর্ণ মলিন মুক্তকেশের
স্নিগ্ধ জননী
ভালোবাসা ও স্নেহবন্ধনে
ধৌত মনের গ্লানি ।
তেত্রিশ কোটি দেবতা পূজিত
মহত্ব অগাধ
প্রার্থনা করি বিপদে ও দুখে
পূরাই মনের সাধ ।
উঁচু পর্বত মরু প্রান্তর
ঊর্মি বালুকাবেলা
নানা ভাষাভাষী মনুষ্যজন
নানা বেশভুষা মেলা ।
গঙ্গা যমুনা হাজার নদী
বয়ে যেথা অবিরাম
কেদার বদ্রী কাশী বারাণসী
পবিত্র এই ধাম।
বড়দিন আর ঈদ মহরম
দুর্গাপূজার সাথী
হাতে হাত রেখে ভাই ভাই সবে
সব উৎসবে মাতি।
কাশ্মীর থেকে কন্যাকুমারী
সবখানে প্রিয়জন
ঈশ্বর আল্লা থাকে পাশাপাশি
ঐক্যবন্ধন ।
রবি নজরুল বিবেকানন্দ
সুভাষ ক্ষুদিরাম
মহামানবের মিলন তীর্থ
ভারতবর্ষ নাম।
( ৩ )
আমার দেশ,দেশের মাটি,দেশের জল ও স্থল
এমন খাঁটি ভালোবাসা কোথায় পাবি বল?
কোথায় পাবি শস্য শ্যামল সবুজ ঘেরা মাঠ?
বিদ্যালয়ে স্নেহের ছায়ে শিক্ষা গুরুর পাঠ !
ভোরের বেলা শঙ্খ আজান ঘুম ভাঙিয়ে যায়
ফাগুন মাসে দখিন বাতাস মনের সুখে বায় ।
কিংশুক লাল কৃষ্ণচূড়ায় সাজে বসন্ত
গোধুলি রঙে আকাশ সাজে আবীর দিগন্ত ।
সৈন্যদলের বদান্যতায় আমরা সুনিশ্চিত
নানা জাতির বসবাসে উদার মনের প্রীত।
হিমালয় ছুঁয়ে কন্যাকুমারী ঐতিহ্যের দান
ভূ-স্বর্গ কাশ্মীর দেখে জুড়ায় সবার প্রাণ ।
পোশাক আশাক বৈচিত্রে বিভিন্নতার মেলা
অগাধ ভাষার সমাবেশে নেই তো অবহেলা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ নজরুল ইসলাম
অতুলপ্রসাদ কান্তকবির দেশপ্রেমের গান ।
গৌরবময় সনাতনী আমার ভারত দেশ
নেতাজি সুভাষ বীর ক্ষুদিরাম শ্রদ্ধা অশেষ ।
বিনয় বাদল দীনেশ সহ কত শত বিপ্লবী
প্রণাম জানাই তাদের চরণে পুজি তাদের ছবি ।
পুণ্যময়ী মা সারদা রামকৃষ্ণ গুরু
বিবেকানন্দ করেছিলেন “জীবে প্রেম”এর শুরু ।
দয়ার সাগর বিদ্যাসাগর জন্মেছেন এই দেশে
গঙ্গা নদীর পবিত্রতায় ধন্য হলাম শেষে ।