আজ 160 বছর পরও আছো তুমি
বিস্ময়কর বিপুলায়তন!
মোল চিন্তাকল আর মন বিভঙ্গ নিয়ে।
স্মৃতির পাতাতে স্থান হলো না কখনও
সমস্ত প্রভাতে আর সন্ধ্যায় আছো ভাস্বর হয়ে!
আজও তুমিই দুর্দান্ত আধুনিক আর সেরা রোমান্টিক!
তানপুরার তারে,ফুলের পাপড়িতে, হাওয়ায়,
হাটে,মাঠে ঘাটে তোমার অনতিক্রম অবস্থান
তুমিই তো একমাত্র পূর্ণতম শিল্পী
স্বয়ং দাঁড়িয়ে আছ বিশাল বনস্পতির মত
খর রোদে দাঁড়িয়ে আছ তুমি পান্থ জনের
সখা রূপে ক্লান্তিহীন ব্যঞ্জন হাতে,
পিতার পরম স্নেহে মাতার নিবিড় ভালোবাসায়!
আজ এই প্রভাতে -এই যে ফুল আর মালা,
এই যে চন্দন আর সুগন্ধী মায়ায় তোমার
ছবি নিয়ে বসে আছি ‘রবি ঠাকুর’!
এই যে এতো আয়োজন, এত উন্মাদনা,
এত সংগীত, আর কবিতায় মুখরিত আজ বিশ্ব!
কিন্তু তোমাকে উপলব্ধি করতে পারছি কি!
মানুষকে নিয়ে তোমার মনন তোমার চিন্তন
আমাদের বুকে মেঘের ডমরু বাজালো কই?