আমার জিনিয়া স্বপ্নে থাকে না
আমার জিনিয়া থাকে বুকে
আমার মানসলোকে
আমার শ্বাস প্রশ্বাসে
যখন প্রথম ভোরে সবে পাখি ডাকে
আমার ঘুম ভেঙ্গে গেলে
জিনিয়া দাঁড়ায় আমার সুমুখে
অনাবিল মিষ্টি হাসি নিয়ে
জিনিয়া আমার আলোর গতিতে শব্দের থেকে জোরে ছোটে
জিনিয়া চাইলে সব বাগানে সব ফুল একসাথে ফুটে ওঠে
দেখেছ কি
আমার জিনিয়া র চোখের তারায় কোন এক উদাস শিল্পী বসে বসে ছবি আঁকে
সব ছোট নদী জিনিয়া র মুখ জুড়ে খেলা করে
আমার জিনিয়া শুধু হাসে
সেই হাসিতে ঝড় চলে আসে
আমার জিনিয়া শুধু ই আমার
আমার বারোমাস
আমার জিনিয়া আমার সাথেই ঘটায় সর্বনাশ।
জিনিয়া একবার শুধু মেঘ হয়ে যাও
ফিরে আসো অঝোর বৃষ্টি হয়ে
সব আগুন নেভালেও বৃষ্টি কামের আগুন জ্বালায়।
তুমি ও জ্বালিও আমার বুকে তে একশ ভলক্যানো ।