দীঘির পাড়ে ,আমার বাড়ি , গ্রামের শেষে ;
দেখছি দূরে , আকাশ ভূমে , সেথায় মেশে ।
সূর্য ওঠে পুব গগনে ,
মোহন ছবি সেই লগনে ,
আঁকি মনে তায় মগনে।
গ্রামের মানুষ , সহজ সরল , সাদাসিধে ,
দেয় না ব্যথা , কাউকে তারা , কথায় বিঁধে।
সবাই সবে বাসে ভালো ,
মনের মাঝে নেইকো কালো
সবার হৃদ়ে জ্বালায় আলো ।
এমন গ্রামের , নেই তুলনা , ধরার ‘ পরে ;
শিশির ভেজা , শিউলি ভোরে , পড়ে ঝরে।
কুড়ায় বালা সাজি ভরে ,
যতনে সে মালা গড়ে ,
পরে পরায় নিজে পরে ।
বর্ষা আসে , আষাঢ় মাসে , নিয়ম মতো ;
রোপণ করে , ধানের চারা , কৃষক যতো ।
ভরবে জমি সবুজ ধানে ,
দুলবে বায়ে সকল খানে ,
শোভা যেনো বাধ না মানে।
বিপদ আপদ , হলে কারো , হঠাৎ করে ;
ঝেঁপে পড়ে , সবাই সেথা , আবেগ ভরে।
অর্থ দিয়ে শক্তি দিয়ে ,
কেউ বা আবার বুদ্ধি দিয়ে ,
সাহায্যটা করে গিয়ে ।