আমার কবিতা পড়া শেষ হলে ঘুমিয়ে পোড়ো না রাতে,
ভাঙা হৃদয়ের আকুতি বুঝতে নাহয় আর একটু রাত জাগতে।
মনে কোরো এক অখ্যাত কবি প্রেমের কবিতা লেখে,
প্রেমে সে ব্যর্থ সে কথা এখনো বলেনি জনান্তিকে।
প্রেমের কবিতা শেষ হয় না সে জানে,
মনেতে মেঘের লুকোচুরি চিরদিনে
সে মেঘে বৃষ্টি অঝোরে ঝরলে কেউ ভিজে যায় মনে,
কেউ বর্ষার দিন গুণে যায়, নদীও থামতে জানে।
কখনো কোমল মন রামধনু রাঙা হয়,
পাখ পাখালির গানেতে মুগ্ধ মন শুধু গান শুনে যায়,
প্রজাপতি ওড়ে কবিতার নেশা জাগে –
মধুর মিলন কে না ঘটাতে চায় এই সংসারে।
মিলনের আগে কেউ বা বুকে জড়ায়-
শরীরী গন্ধে বাতাসেতে ওম লাগে,
মিলন মায়ার মন উদ্বেল হয়-
স্বপ্নেতে প্রিয়া এসেছে ঠিক সময়।
প্রেম যমুনায় ভেসে যেতে মন চায়,
ভালোবেসে কেউ কাছে চলে এলে রাতের অপেক্ষা নয়,
প্রেম ভালোবাসা অমেয় যাপন সময় কি মাপা যায়!
স্বপ্নেই হোক অবয়বে হোক এ দেহ মিলন চায়।
প্রেমের মাধুরি অধরা রয়েছে কার,
সে কতো অসুখী জিজ্ঞেস কোরো তাকে।
ফুলের সুবাসে মুগ্ধ হয়নি কে,
কোন ফুলে মধু জমে নাকো সেথা শুধু বিস্ময় থাকে।
প্রকৃতিতে প্রেম ছড়ানো বিশ্বময়,
বিধাতার দানে প্রেম তো অমৃতময়।
শেষের কবিতা শেষ তো হবার নয়,
ঘুম ঘুম চোখে কবিতাটা পড়া হলে,
ডাগর আঁখিতে তুলে রেখো বিস্ময় ,
মুখচোরা কবি প্রেমের সে কথা বলেনি তো কোনো দিন
লিখে জানিয়েছে অনুরাগ ভরা ভালোবাসা চির ঋণ।।