একুশ আমার গানের খাতা
একুশ ঝড়ের মুক্ত প্লাবন
একুশ পাখির ডানায় বাঁধা
প্রতিবাদ ,দাবি ,আর অজস্র রক্তক্ষরণ
একুশ আমার মায়ের লজ্জ্বা
একুশ মানে লণ্ঠন লুন্ঠিত রাতেও
বেপরোয়া অদম্য প্রয়াসের মাঝে লাল গোলাপের সজ্জা।
আমার ধ্বনি
আমার ক্ষনি
আমার মায়ের ছেলের দল
ছিনায়ে আনিছে মুখের বুলি
ধরিয়া রাখিছে মায়ের আঁচল।
বাংলায় কাঁদি ,বাংলায় হাসি
বাংলা আমার ভাষা
বাংলাতেই শিখেছি আমি
কাকে বলে ভালোবাসা ।
আজও তাঁকায় সেই ছেলেরা
সেই মায়েরা কাঁদছে আজ
সূর্য লালের সাথেই যেন
ওঁদের রক্তের মিলেছে সাজ।
পলাশ হাসে আমার পাশে
বাংলার মাঠ সবুজ ঘাসে
শিমুল তাঁকায় গগন তটে
মেঘের সাথে যুদ্ধ করে আজও তাই সূর্য ওঠে
পলাশ সুধায় মেঘের ছাঁয়ে
ভাষা শহীদদের নাম লেখা ঐ সূর্যের গায়।
বাংলার পাতে ,বাংলার কাঁধে
বাংলার পিঠে ,বাংলার কোলে
বাংলার ভাতে ,বাংলার ঝোলে
আমি বাঙালি ,আমি বাঙালি।
বাংলার নিঃশ্বাসের বিশ্বাসে
আমি আজও আছি প্রকাশ্যে
কবে হয়েছিল বাংলার তরে ছাত্রদের বলিদান
কাঁদি আমি কাঁদি ,বহুযুগ কাঁদি
বিশ্ব মাতার সমগ্র ভাষার এযেন এক মহাদান
এখনও আছি, তখনও রবো
হাজার বছর পরেও এই বাংলা ভাষার প্রেমিক হবো।