গভীর দীর্ঘশ্বাসে আমার এ অক্ষরপাত
ভাঙছে, পুড়ছে, ছিন্নভিন্ন হচ্ছে অহরহ সময় –
তবুও আশানিত্ব প্রাণ- অপরিনাম অপেক্ষায়
খুঁজে যায় ভালোবাসা – ভরন্ত কুহেলিকায় ।
মাথার উপর আমার কালো আকাশ
দৃষ্টিহীনতায় ভরে আছে ধোঁয়াশা অষ্টপ্রহর
তবুও ঘিরে আছে আশার ছবি হৃদয় আকর্ষণ।
বেঁচে বর্তে কি আছে এখনও বুকে প্রেমের ধারা
উল্লাসহীন এ বুক সুধাহীন, শুধু হতাশার যৌনতা
জানিতো তুমি বলবে – নষ্ট দুপুরের অভিশপ্ত মিলন।
দেখোনি বেঁচে আছে কাঙ্খিত ভুবন নীলাকাশের নিচে
নিয়মানুসারে অন্ধকারের পরই তো সূর্যোদয় –
কালচক্রে শিশুরা আসছে, হাসছে,ফুটছে ফুল – আগামীতেও
হোক না স্থায়ী এটুকুই প্রকষ্টের সুন্দর মগন স্বপন!
ভুলে ভরা এক অসহনীয় দুস্বপনের দুঃসময়ে –
ঘুমের দেশে আমায় ডাকে স্বপ্নালু নীল ধ্রুবতারা
যাবোনা হয়নি তো শেষ আমার অক্ষরপাত, অক্ষরপাত…