একখণ্ড মেঘ
আমাদের যাত্রা শুরু
এখানে ছায়ার নিচে পথচারী,
পথচারীর পায়ের ভগ্নচিহ্ন
শূন্য ও শূন্যতা-প্রাপ্তির সমগ্র যাত্রা
আমাদের সমস্ত প্রান্তরগুলি ধূসর
আরও ধূসর মানুষের জীবন
নিবিড় ছায়া, নারী ও শীতলহাত
রাতের আকাশের মতো তামসামুখর
কবিতাজীবন ও জীবনের কবিতা
ধূসরতাগুলি নক্ষত্রে স্থির-আলোকমান ।