শুনেছ কি কখনো আমাজনের নাম?
বলতে কি পারো ওখানকার বাসিন্দা কারা?
যদি না পারো তবে বলছি শোনো —
আমাজনে আছে অসংখ্য হিংস্র বাঘ, সিংহ;
আর থাকে বুনো শুয়োর, বাইসন, জংলি কুকুর
আরও আছে হিংস্র শিয়াল, হায়না আর সরীসৃপের দল।
আরও কত নাম না জানা হিংস্র শ্বাপদের দল
পিছন থেকে ছুরি মারবার মতো আছে কুমিরের দল,
এখানে আছে ভয়াল ভয়ঙ্কর সব গাছের দল –
যারা রক্তপিপাসু।
জানো কেন বললাম আজ আমাজনের কথা,
বিশ্বজুড়ে আজ আমাজনের খেলা
নগরজীবন, পল্লীজীবন সর্বত্র —
রাস্তাঘাটে ঘুরে বেড়ায় রক্তচোষার বংশ ;
পথেঘাটে দেখা মেলে বুনো শুয়োর আর হায়না,
রক্ত হিম করা নেকড়ে আর সিংহের ।
জানো তো সরীসৃপের রক্ত শীতল!!!
ঠিক যেমন মানুষ মেরেও নেতারা অতি শীতল।
প্রাকৃতিক নিয়মে সকাল হয়
আমাজনের মতো বিশ্ববাসী আজ আর আলো দেখে না।
বিশ্ববাসীর আজ এদের সাথেই নিদারুণ সহাবস্থান।
তাইতো সবার কাছে দিলাম ছুঁড়ে, প্রশ্নখানা আমার
“আমরা কি পৌছালাম আমাজনের কাছে ?
নাকি আমাজন চলে এলো আমাদের ঘরে” ???