আমাকে দিয়েছো কালো রৌদ্র দু-বছর দশ মাস ধ’রে।
ফুলে, মেঘে, পাতায় পাতায়, জলকূপে, আর্সেনিক ভ’রে
দিয়েছে দুই হাতে সোনালি আঙুলে; পদ্মায় বছর বছর,
স্রোত রুদ্ধ ক’রে জাগিয়েছো মরুভূমি- ভয়াবহ চর।
বহু কষ্টে, শ্রমেঘামে, বাঁশে শনে তৈরি গরিব কুটিরে
ছড়িয়ে দিয়েছো গোখরো, শুয়ে আছি বিষধর সর্পদের ভিড়ে,
তাদের চুম্বনে ঠোঁটে, হৃৎপিণ্ডে দিনরাত জমছে অমৃত;
আরো সর্প দাও, প্রিয়মণি, যাতে আমি তোমার বদলে
পাই আরো বিষদ্রাক্ষা, কূট মদ্য, মধু অবিরত।