গাছ থেকে সুন্দর ফুল ছিঁড়ে নিয়ে,
তাকে নিঃস্ব করে দেবো
কিন্তু কাঁটা যদি হাতে তার দংশন করে,
তবে তাকে অভিশাপ দেবো।
গ্রীষ্মের আকাশে থমথমে মেঘ দেখে
আনন্দে আত্মহারা হয়ে ময়ূর খুশিতে পেখম মেলে দেবো
কিন্তু সেই মেঘ যদি ঝড় হয়ে ছুটে আসে,
তবে তাকে অভিশাপ দেবো।
কুলুকুলু ধ্বনি শুনে সৌন্দর্যে মুগ্ধ হয়ে আনন্দিত হবো,
কিন্তু সেই নদী যদি দু’কূল ছাপিয়ে বন্যা ডেকে আনে,
তবে তাকে অভিশাপ দেবো।
পশুকে হত্যা করে মাংস তার খাব,
কিন্তু সে পশুর রোগ যদি শরীরে ছড়ায়,
তবে তাকে দায়ী করে অভিশাপ দেবো।
আমরা মানুষ, আমাদের স্বার্থ ফুরালে
তাকে আদাড়ের মতো আঁস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দেবো?