অর্থনগ্ন পোশাকে আমরা এখন আধুনিক ।
পানশালাতে মদ্যপান, আলো ঝিকমিক ।
ভাঙ্গা – ভাঙ্গা ইংরেজিতে ,
পারি অক্ষমতা ঢাকিতে ।
বাংলা ভাষাটা ইদানিং বড্ড সেকেলে ।
ভুলভাল ইংরেজিতে , ভীষণ তৃপ্তি মেলে ।
বিদ্যা থাক বা নাই থাক পেটে ,
স্ট্যাটাস জাহির সিগারেটে ।
ট্রেনে বাসে জড়াজড়ি ,
এসো নতুন ভারত আমরা গড়ি ।
ইস্কুল এখন প্রেম বাহারি ,
প্রেমিকা মেলে থাকলে গাড়ি ।
একটা – দুটো ছেলেপুলে ,
মা রেগে যায়, ছেলেকে ছুঁলে ।
মাস্টার মশাই বকলে পরে ,
পিতা – মাতা ঘিরে ধরে ।
অনুষ্ঠানে ঠান্ডা বিয়ার ।
সংসার ভেঙে নিউক্লিয়ার ।
মানসিকতা রসাতলে ।
আধুনিকতা একেই বলে ।