গরম চায়ের সঙ্গে মুচমুচে দেশপ্রেম ফ্রাই
বেশ মজাদার পেয়ালা থেকে ঢেলে ঢেলে
বারবার বাৎসরিক খাই ।
নির্বাচন এলে চায়ের বদলে ইস্তাহার ঘন করে
ক্ষীর হলে তাই দিয়ে সুরুত সুরুত করে
নাগরিক গর্বের অধিকার ছাই ।
এক হাতা জিডিপির সঙ্গে এক দলা
বেকারের নিঃসঙ্গ হাত মিশিয়ে
বিশ্ব ঘনাদার আমদরবারের শেষ প্রান্তে
উবু হয়ে বসে গ্রামের ভিতরে
হাঁ -করা মুখ আর নগরের মধ্যে
না- নাগরিকের তেকোণা উনুনের জলে
নিভে যাওয়া ভাতের কঙ্কাল।
কিছুতেই গণতান্ত্রিক বিশৃঙ্খলার শৃঙ্খল
ছাড়িয়ে সদর্পে বলতে পারি না
বিশুদ্ধ স্বাধীন হতে চাই ।
অখন্ড বোধ বিভিন্ন বিভেদে আসে না ,
বসুধৈবকুটুম্বকমের ঐকতানে জাগে
মানব বংশের আবহমান ভোরের জন্মজিন ।