বার বার একটা মেয়ের প্রেম শুনি
জেনে বুঝে ভুল করার মতো!
মাঝে মাঝে মনে হয় সত্যের মতো গল্প
সে মুখস্থ করে আনে নিজে, কে
বোঝাবে, বলবে বলে।
কয়েকটা কথাই শুনি, ওর দুঃখের মতো
নিজের, সাথে ওকে মেশাবার ভাবনায়।
ও বলে যায় নিঃসংকোচে, জেনো –
পাপ ধোয়ার মুক্তি মিলছে ভেবে।
তবে,একটা সময়ের পর তার গল্পের মুখস্থ
শেষ হয়ে আসে দাড়িতে
যেখানে আমি থাকি অপেক্ষা তে…