শব্দগুলো কে রোদের ধার দিতে দিতে
ভুলে যায়
নদীটা আমাকে
অনেক আগেই আসছি বলে
বেড়িয়েছে এলোমেলো পথে
অথচ
তার হাতে
একটা জলের চুড়ি
কিম্বা
মেঘের নাকছাবি ও দিইনি
কবরস্থানের হার্টবিট পা পেলে
যে কবিতা জন্মায়
তার গন্ধে উপোস ভাঙি
পূব হাঁড়িতে চাপানো
ছন্দের রস উথলালে
পাখা মেলে পৃথিবীর যাবতীয় ফুল
নিখুঁত মা হয়ে উঠি
ছুটে যাওয়া নীলের জন্য
পাঠিয়ে দিই
আনন্দ রঙ মালা