আনন্দ ক্ষণগুলো গুটিয়ে বাটিয়ে
আমারই অজান্তে
পুঁতে রাখো হেমন্তের হিমে ।
শত শত বসন্ত জেগে থাক বিষাদের রাতে ।
হারিয়ে ফেলেছি বোধ
জন্ম নিক যাই যাই জীবনের খাঁজে !
পৃথিবী ধূসর হলে
বৈশাখী তাপে গলে যাবে হিম ।
শতাব্দী ডিঙিয়ে ফিরি সপ্তডিঙ্গা মধুকর মাসে ।
হাঁকুপাঁকু হারানো পুঁটুলি খুলে দেখি ,
স্বেচ্ছায় ভুলে যাওয়া অনিন্দিত আয়ু
কামধেনু আষাঢ়ের প্রাথমিক মেঘ হয়ে ভাসে !
নির্জন সুধা সুখে শূন্যতা শুষে শুষে
থই থই আনন্দের বয়স বাড়েনি ।