অত্যাচার দেখেছি গনতন্ত্রের আড়ালে ।
স্বধীনতা কেঁদে মরে, বৈষম্যের বেড়াজালে ।
একফালি চাঁদ প্রতিবাদী আকাশে ।
স্বার্থের দুনিয়ায়, কেহ নাই পাশে ।
কিন্তু স্বাধীনচেতা মনের, তাতে কি বা যায় আসে ।
সে একাই লড়ছে ।
রাতের পৃথিবীকে আলোকিত করছে ।
মাঝে মাঝে, মেঘ তারে, ঢেকে দিয়ে যায় ।
তাতেও সে বারেবারে, ফিরে আসে পুনরায় ।
ও জানতে চায় ,
আমরা ওর পাশে আছি কিনা ।
আমাদেরই জন্য আমাদের সঙ্গবিনা ,
ও একাই এগিয়ে যাচ্ছে ।
ও কিন্তু আমাদেরই স্বাধীনতা চাচ্ছে ।
ও আজও চেষ্টারত, প্রানপনে ।
আর আমরা লুকিয়ে, ভয়ে গৃহ কোনে ।