আঠারোটা বছর, কাটেনিকো ঘোর
অপর হৃদয়ে বাঁচিয়াছি বড়জোড়
ধোঁয়াশা বিভোর, প্রেমেরও আঁচড়
আঠারোটা বছর চুরি গিয়েছে মোর।
খুঁজি নাই তাকে, যৌবনের ডাকে
আপন-ই মতিয়াছিলাম প্রেম-মাদকে
দু হাতের ফাঁকে, কবিতার ঝাঁকে
লুকিয়া রাখিয়াছিলাম নেশা, আর তাহাকে।
আজ চুরি গিয়েছে, বয়সের সহিতে
বই-বল-প্রেম যা রহিছে
দেবতার কাছে, ক্রুর হাসি হেসে
আমি উঠি যায় কবিতার কাছে।
করজোড়ে আসি, গগনললাট হাসি
কে জানে কবে হতে দুঃখবিলাসী
আমারে দেখেছিল বসি, দিয়েছিল দুখ আর বাঁশি
আমি গ্রহিছিনু, আমি খরস্রোতাবাসী।
শুনিয়াছি,
ফেরান না ঈশ্বরও
কাটিয়া গিয়েছে ঘোর-মোহ
এইবার অমরত্ব নহে, মৃত্যু চাহিবো বড়জোড়
হে প্রেমিকা চোর
কবিতা ও মহাজন মোর
সবই দিয়েছি ফিরায়ে; করিয়া করজোড়–
বীরদর্পে আমি জোচ্চোর
ভিখ মাগি,
ফিরায়ে দাও, ফিরায়ে দাও
মোর চুরি যাওয়া আঠারোটা বছর।