আজ বসন্তের ইউটোপিয়া থেকে রেড রোডের দিকে যাচ্ছিলাম
বেহুলা পায়ে পায়ে হাঁটছিল
মেয়েরা হাঁটতেই চায় না, হাঁটলেই, বলবে কোলে নাও
কলাপাতার মতো দু’হাতে বেহুলাকে তুলেছি
বলেছি,শোনো আমি ঘুমোতে পারছি না, ঘুম দাও।
বসন্তের দিনে টাইট জিনসের কোমর ধরে বলি, ‘গিভ মি রেড’
আজ বসন্তের গঙ্গাপারে শুনি বিশ্বায়ন নাকি এসেছিল
বসেও ছিল নাকি বেহেড
বেহুলা পাশে পাশে, ‘স্কচের পর তুমি, এসো না চুমু খাই, থানার সামনেই
বাধবে, বাধা দিলে, চুমুটা কেড়ে নিলে আর কী থাকে পোড়া বসন্তের?
সমাজ সংসার রাগছিল
আজ বসন্তের সন্ধ্যা সাতটায় এল যে এস. এম. এস.
সেখানে লেখা আছে: ‘তোমাকে ছাড়া আমি কি করে একা ঘরে থাকি?’
তোমরা দল বেঁধে ডিনার ককটেলে যাবে
কিন্তু মনে রেখো ভিক্টোরিয়া ছেড়ে তিনটে ইট পাতা উনুনে
তোমার বাবা-মার মুখ।
আরে, ছো, গুলি মারো, সবাই ভাল আজ, বসন্তের রাতে সব ভাল
আকাশ থেকে নামি, পাতাল থেকে উঠি,
কবিতা আলো দেয়? কবিতা পড়তেও লাগে আলো।