সকাল বেলাতে বিছানায় বসে
ভালোবাসা গুলো গুছিয়ে রাখলাম
বালিশ আর কম্বলের পাশে!
কাল নির্ঘুম রাতের গোপনে
তাম্র পাত্রে জমে আছে অভিমান গহীনে
বাঁকা চাঁদের মত রসিক বল একাকী নির্জন!
পরিযায়ী পাখিরা আসে না আর আজকাল
খোলা জানলায় পশম পালক ঝুলে থাকে
সারারাত!
দূর্বা ঘাসের উঠোনে বৃষ্টি ঝরে যায় কুয়াশার
এখন তোমার থাকা খুব জরুরী ছিল
তুমি ছাড়া কে আর বাজাবে আমাকে
সবুজ আকাঙ্খার নীবিড় আঙুলে!