আসছে কমে প্রীতির ক্ষিদে
ফিরছে না সম্বিতও ,
ফিরিয়ে এনে ব্যাপ্ত করো
আজানুলম্বিত ।
যাচ্ছে বেড়ে দূরত্ব ফাঁক
হচ্ছে না বিম্বিত ,
পা বাড়ালেই পড়শীনগর
আজানুলম্বিত ।
স্রোতের মিছিল পরস্পরে
আনন্দে ছন্দিত ,
বামন হৃদি দৈর্ঘ্যে বাড়াও
আজানুলম্বিত ।
বহুকোষীর আত্মঘাতে
অ্যামিবা স্তম্ভিত ,
জড়িয়ে জড়াও কোষের বাঁধন
আজানুলম্বিত ।
বীজের ভিতর বৃক্ষ ছায়া
সৃজণে নন্দিত ,
বিশ্বাসী বুক ফুটুক ফুলে
আজানুলম্বিত ।
কুঁকড়ে থাকার কষ্ট বড়
অখন্ড খন্ডিত ,
আজানুলম্বিত হও
আজানুলম্বিত !