একটা আস্ত পৃথিবী গিলে ফেলতে
কতটুকু সময়ই বা প্রয়োজন!
রাক্ষুসে খিদেয় পেট জ্বলছে,
জ্বলছে নশ্বর এই দেহ,দাউদাউ রোষানলে
সময়ের বিবর্তনে,
মানবতায় তা দেয় গুটিকয় পৃষ্ঠপোষক
মানবহৃদয় বড্ড স্পর্শকাতর…..
বরফে,আগুনে,ঝলসে ওঠে অবলীলায়
উত্তাপে পুড়ে ছাই,সমসাময়িক বাস্তব
পড়ে থাকে কিছু অবশেষ,
প্রেতাত্মার অবয়বে……
যেখানে দিনের শেষে,
ভুখাপেটে জ্বলে ওঠে অনাহারী স্লোগান,
সেখানে পৃথিবীকেও মনে হয় খুব ছোটো
টুকরো হতে হতে হেলায় মিশে যায়,মাটির বুকে
আগ্রাসীচেতনার হাত ধরে….
তোমার,আমার পথ যতই বন্ধুর হোক,
রাজার সিংহাসন অক্ষতই রয়ে যাবে….
আর
পেটের খিদেটা জ্বলতে থাকবে আজন্ম,
রাবণের চিতার মতো…..