সেই কবেই তো–
হারিয়ে যাওয়ার কথা ছিল
তবু আজও হারিয়ে যাওয়া হলো না,
সেই কবেই তো–
মুছে যাওয়ার কথা ছিল
তবু অত তাড়াতাড়ি মুছে যাওয়া হলো না,
সেই কবেই তো–
ঐ শত্রুর হাতে মিত্রতা পোষণ করার সম্ভাবনা ছিল
যেহেতু আমার নাম সুব্রত মিত্র,
তাই ঐ শত্রুগুলোর সাথে মিত্রতা স্থাপন সম্ভব হলো না,
সেই কবেই তো–
আবছা আবছা স্মৃতিগুলো তলিয়ে গেছে
আমি তো আর সেভাবে ডুবে যেতে পারলাম না,
সেই কবেই তো–
বনলতার ইতিকথার ইতিহাস ছিড়ে গেছে
আমার মনের অনুভূতি থেকে প্রেমটাও মরে গেছে
তবুও আমার আজও মৃত্যুবরণ করা হলো না।
সেই কবেই তো–
বদনাম ভুলে শুধু সুনামের পথে চলে
এগিয়ে যাব ভেবেছিলাম
তবুও তো আর সেভাবে এগিয়ে চলা হল না,
সেই কবেই তো–
জীবন থেকে শিক্ষার সংসার ভেঙে গেছে
মুছে গেছে জীবনের সব শখ আহ্লাদ
আশার আলোয় পড়েছে যে বাঁধ,
কতটুকু প্রতিবাদ, কতটুকু অপবাদ
সবই আমার জন্য
উড়ন্ত বাতাসে ঝুলন্ত নবীর মত আমি এক প্রতিপন্ন
জীবন ধন্য, প্রাণ ধন্য,কামনা-বাসনা,সাধনা ধন্য
মূর্খ জীবনে জ্ঞানী হওয়ার তরে গেছি ছুটে বহুদূরে
অবশেষে ফিরতি পথে জীবন পেল প্রাধান্য