আমি ছুঁলে বরফের টুকরোও জ্বলে ওঠে দপ ক’রে।
আমি ছুঁলে গোলাপের কুঁড়ি জ্বলে,
সারা রাত জ্বলতে থাকে আগুন-গোলাপ।
বনে গেলে শুরু হয় লাল দাবানল।
পায়ের ঘষায় বারুদস্তূপের মতো লেলিহান
হয়ে ওঠে সুসজ্জিত মঞ্চ।
আমি ছুঁলে তোমার শরীর জুড়ে
দাউদাউ জ্বলে প্রাচীনতম রক্তের আগুন।
ছুঁয়েছি গোলাপকুঁড়ি, বরফটুকরো,
বনের সবুজ ত্বক, সাজানো মঞ্চ,
আর স্বপ্ন তোমাকে ছুঁয়েছি।
সাধ আছে ছুঁয়ে যাবো নষ্ট সভ্যতাকে,
যাতে এই ভেজাল বস্তু
ট্রেলপাম্পের মতো ভয়াবহভাবে জ্বলে ওঠে।