কয়েকটি আক্ষেপ জোড়ো করলে
মাছ হয়ে যাই
হিমসিম খায় জল ভাঙতে
বিশাল বট গাছ জন্মায় মাথার
শিরায়
পাখনার রঙ তাদের পাতায় লাগুক
আ এর সাথে আড়ি বলেই
শ্বেত পায়রা আমার ভীষন প্রিয়
কয়েকটি আক্ষেপ জোড়ো করলে
মাছ হয়ে যাই
হিমসিম খায় জল ভাঙতে
বিশাল বট গাছ জন্মায় মাথার
শিরায়
পাখনার রঙ তাদের পাতায় লাগুক
আ এর সাথে আড়ি বলেই
শ্বেত পায়রা আমার ভীষন প্রিয়