আমার ভিতরে একটা কিছু ঘটছে ডাক্তার
কিছুই ভাল লাগছে না আর,
আনচান ভাব,
মনটার ভিতরে কেমন একটা টনটনে ভার,
অস্বস্থিকর একটা অনুভূতি,আর
তার ভিতরই বাস আমার
যা কিছুতেই না পারছি না গিলতে
আবার বলতেও পারছি না কাউকে,
শান্তি নেই কিছুতেই আর
আমার এ কি হলো ডাক্তার?
আগে কখনই কোন বার
এমন পরিস্থিতির মুখোমুখি হইনি আর
না না ঘুমোতে চাই না আমি,
ঘুম তো মৃত্যুরই সামিল,
সে শান্তি তো শ্মশানের শান্ত নীরবতা।
ডাক্তার এ কেমন অসুখ হলো আমার?
যাতে নাই নাই করেও সত্যি বলতে কি
এক ধরণের
সুখের আবেশ ছড়িয়ে থাকে মনে,তবুও
আমার যে কিছু ভাল লাগছে না আর
এ রোগের যেন নাম কি ডাক্তার?