প্রিয় হাসি মুখগুলো ছবি হয়ে ঝুলে থাকে,
আকাঙ্ক্ষার পালক ওড়ে স্মৃতির ঘূর্ণি বাতাসে।
অতীতের ধূসর ফ্রেমে বাঁধানো টুকরো ছবি,
সোনালি দিনপঞ্জি নুনজলে জলছবি আঁকে।
পাতাখসা শূন্য রিক্ত ডালে শীতার্ত হাহাকার,
জেগে ওঠে হারিয়ে যাওয়া মুহূর্ত
প্রাণবন্ত আঁচড় কাটে দিনান্তে।
হাতড়াই স্মৃতি, এখনো শুনি
অস্ফুটস্বর মিশে থাকা দীর্ঘশ্বাসের শব্দে।
কালঘুমে নিমগ্ন চোখের পাতায়
নিঃপ্রাণ স্বপ্নের ব্যবচ্ছেদ, হায় জীবন,
স্তব্ধ বুকের ভিতর কথার স্তূপে শুধু
মাটির নীরবতা।
অতল ঘুমের নিস্তব্ধ স্পর্শে
জীবনের বোধ পাথরের মতো মৃত বোবা।
অতঃপর অতীতের ধূসরতায় সমর্পণ,
উন্মুখ অপেক্ষা চিরন্তন পথের শেষে আবার…