এ শোকের সান্ত্বনা নেই কোনো…,
সুখের ঘরে লেগেছে আগুন,
জীবন হঠাৎই ঝরে পড়ছে!
ওই কান পেতে শোনো,
আচম্বিতে ঝড়,সুখ স্বপ্ন,
বিভীষিকাময় ত্রস্ত্য জীবন,
রক্ত চুঁইয়ে আর্তনাদে ঝরছে!
কোথায় গেল মানবতা ক্ষমা,
এ যে শুধুই গুলি,বারুদ বোমা..,
দম্ভ -ঔদ্ধত্যে গর্জে উঠছে!
ঐ কারা যেন ভয়ে ছুটছে,
যে যা পারছে লুটছে!
অস্থিরতায় দিশেহারা মন,
অজানা ভয়,তোলে আলোড়ন
উত্তেজনায় কেউ ফুটছে!
লুটেরার দল,সুযোগের ছল,
সুখের আঁচিল খুঁটছে!
যার ঘরে হানা মৃত্যু ছোবল,
তবে কিসের জন্য জীবন কেবল?
আতঙ্ক গ্রাস,জীবনধারা ডুবছে..।
বিশ্বদুনিয়া গভীরতা মাপছে..,
কেউ বা এখনো ভাবছে,
ভাবছে ভাবুক ডুবুক আঁধার
শীতল মৃত্যু কড়া নাড়ছে,
অসহায়তা দম ছাড়ছে!