আমার বয়সবৃক্ষ ছুঁয়েছে পঞ্চাশের নিস্তব্ধতা,
কিন্তু হৃদয় গহীনে কামনার শিকড় বেশ দৃঢ় l
সময়কে উপেক্ষা করে নানান নিয়ম-শৃঙ্খল কে
করেছি বাঁধন মুক্ত,
হয়ে উঠেছি বর্তমান সময়ের উপযোগী l
আমার হৃদয় -শরীর ব্যস্ত….
শরীরি কামনা তৃপ্তির সন্ধানে l
নির্লজ্জের ন্যায় লুকোচুরি খেলছে
দীর্ঘশ্বাসে বুকের ছন্দ l
রাত জাগা উষ্ণ নিঃশ্বাসে সদ্য পরিস্ফুটিত ফুলের সুবাস,
যার মোহে গ্রীবা হতে নাভি পর্যন্ত
কামনার স্রোতের উত্থান হয়েছে সৃষ্ট l
একদিকে নিষ্ঠুর, নির্মম সমাজের নিয়ম…
অন্যত্র,শরীরি কামনার অসময়ে পদধ্বনি,
আমাকে নিয়ে মেতে উঠেছে নষ্টামির খেলায় l
মন আজ চায় অকালে নষ্ট হতে নতুন ধারায় l
মস্তিষ্কে জাগে অযৌক্তিক প্রশ্ন !
হৃদয় উত্তর দেয় “হোক অকাল বোধন “
অনিশ্চিত জীবনের দ্বারে পোঁতা কালের শেষ খুঁটি,
সমাজের সহস্র নিন্দার আঘাতে হৃদয় ক্ষত-বিক্ষত l
কামনার আবার সময় সীমা?
সমাজের নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হবো
অসময়ের কামনার সঙ্গী..,
ঘুম-ছেঁড়া রাতের গহীনে আমার শাশ্বত পিপাসা
প্রতীক্ষা রত আর একটি রাতের l
আজ হবো নষ্ট……….. ll