এক আশ্চর্য বটগাছ
দিল বিধাতা আমায়
আনন্দে ছিলাম খুব
তার স্নিগ্ধ ছায়ায়।
নিত্য জল দান তার পাদ মূলে
করেছি দীর্ঘ বারো বছর ধরে
জ্বালিনি দীপ সুগন্ধি ধূপ আর
সন্ধ্যায় আমার ঠাকুর ঘরে।
হৃদয় আকাশ জুড়ে রয়েছে বনানী
পুঞ্জিভূত মেঘ জমেছে সারি সারি।
তিমিরতলে উঠবে কখন বিষাদ ঝড়
বিজলিঘাতে চমকিত প্রাণ ব্জ্রপাতে হৃদয়বিদারি।
মেনে নিতে কালের নিয়ম।
প্রস্তুত আজ রয়েছে মন
তীব্র অনুভব শিরা উপশিরা
সময় যদি দাঁড়ায় কিছুক্ষণ।
যখন তখন বাক্ যাচ্ছে সরে
টানছে আমায় আঁকড়ে ধরে
কিছু মধুর স্মৃতি ভড়ের ভারে
নোনাজল গাল বেয়ে পড়ছে ঝরে।
যেতে হয় ছেড়ে এ সুন্দর ভুবন
যায়না রোখা কখনও এ অনিবার্য মরণ
অশরীরিরা ঘন্টায় দিয়েছে টান
কীর্তনীয়ারা গাইছে হরিনাম গান।
মায়াবী অক্ষিকোটর যেন ফ্যাকাশে ঘোলাটে।
এতদিন ছিল জ্বলজ্বলে তার মানসপটে
সবুজ পাতারা বদলে হয়েছে হলদেটে
অক্ষিতারায় ভেসে শুকতারা উঠেছে হৃদয়তটে।
হঠাৎ হাত থেকে পিছলে
কালো পাথরবাটিটি গেল পড়ে
কালস্রোতে এই অশনি সংকেত
দিল নিশ্চিত বিশ্বাস কুসংস্কারে।