একই বৃত্তের তে-বাসি ছাঁচে প্রতি ভোরে
একই জন্মমুখ দেখে আমি হাজার শ্যাওলার
ছাতায় স্যাঁতসেঁতে শালগ্রাম শিলা হয়ে গেছি ।
বদলে যাচ্ছে ঋতুর উপমা , যুদ্ধের ঘরানা ,
সম্পর্কের সংজ্ঞা , সভ্যতার জিন , কবিতার ভাষা ।
আর আমি ক্রমশ তালকানা ক্ষুধার্ত সুইগি-বয়কে
নিয়ে যাচ্ছি পাশের পাইস হোটেলে ।
এখনও লিখে যাচ্ছি
উন্নয়নের মেদ পিরামিডের চূড়া থেকে
ঝরে পড়ার কথা ছিলো ঝমঝম জ্বলন্ত ঝুপড়িতে ।
গণতান্ত্রিক স্বৈরতন্ত্রের মোহর পোঁতা মঙ্গল গ্রহে
ফিরিয়ে আনার প্রতিশ্রুতি ভুলে আবারও লাইনে ।
গণতন্ত্র , স্বৈরতন্ত্র , উন্নয়ন , ঝুপড়ি , পাইস হোটেল ইত্যাকার
পৌরাণিক শব্দে বোধহয় সাংকেতিক কবিতার মানহানি হয় ।
জেনেও যেহেতু আমি থমকে যাওয়া থাম ,
থাম থেকে নৃসিংহ নিনাদের কথা
লিখবো ভেবেও কলম তুলে দাঁড়িয়ে থাকি
আমার অলস সময় সারথীর সৌরযানে ঠাই ।