ভাই সৌরভ;ভেবেছিলাম তুমি বাংলার গৌরব
যত দেখি তত অবাক হই; যেন তুমি একটা জড় পদার্থের উদ্ভব
আসল নায়ক হলেন এই যে গায়ক
তাবেদারির চোখে দেখিনি তাকে কখনো মঞ্চে হতে মহানায়ক
তোমাকে ভেবেছিলাম তুমি এই বাংলার অলংকার
নিজেরই দোষে তুমি হলে আজ বাংলার কুলাঙ্গার
তোমাকে ভালোবেসে কেউ ডাকতো মহারাজা
এখন তো দেখছি তুমি একখানা গাল ভর্তি হাসির খাজানা
অরিজিৎকে দেখো, দেখে শেখো মানুষ কারে কয়
উচ্চশির লয়ে অন্যায়ের সম্মুখে কিভাবে প্রতিবাদ করতে হয়
কিছু পাওয়ার নেশায় সব গুলে খেয়েছ কি সৌরভ?
বিবেকটাকেও ছক্কা মেরে ফক্কা করেছো ভুলেছো কি এসব?