অরক্ষণীয়া উপন্যাস বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। উপন্যাসটি শুরু হয় এইভাবে :
মেজমাসীমা, মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন – ধরো।
কে রে, অতুল ? আয় বাবা আয়, বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নীরোগ হও বাবা, দীর্ঘজীবী হও । ওরে ও জ্ঞানদা তোর অতুলদাদা ফিরে এসেছে যে রে ! একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদ তা ঘরে তোল মা। কাল রাত্তিরে সাড়ে – নটা দশটার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো ! তখন যদি জানতুম, দিদি এলেন – ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়! তা’ দিদি ভালো আছে বাবা ? এখন পুরী থেকে আসা হলো বুঝি? কি কচ্ছিস মা – তোর অতুলদা যে দাঁড়িয়ে রইলে। ………….পরের অংশটি পড়ার জন্যে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন
সংক্ষিপ্ত বিবরণ:
বইয়ের নাম : অরক্ষণীয়া পিডিএফ (Arakshaniya PDF)
লেখক (Author) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (Sharatchandra Chattopadhyay)
জনার্স (Genres): উপন্যাস (Novel)