কেউ কথা রাখবে না জেনেও
আঙুলে আঙুল জড়ানোর
একরাশ মিথ্যা আশা
জমা করেছিল মেয়েটি,
জীবনের অলি-গলি দুপায়ে মাড়িয়ে
এক একটা বসন্ত জাগ্রত করে
ফুল, পাখি, আকাশ কিংবা
ফাল্গুনের চরিত্র নিয়ে উদাসীন থেকেছিল সে,
পড়ন্ত বিকেলের গায়ে হেলান দিয়ে
অযথা অপেক্ষা করেছিল,
স্নানোৎসবে মাতোয়ারা জাদুমাখা শরীরে
একপৃথিবী আদিমতাকে টেনে-হিঁচড়ে নামিয়েছিল,
চির অন্ধকার মাটির গহ্বরে
অনাহারে ছটফট করতে দিয়েছিল
হৃদয়ের স্পন্দনকে প্রতিবিপ্লবের অভিপ্রায়ে,,,
স্মৃতির দেওয়ালে দূরত্ব মাপছিল
সল্টলেক থেকে বেলগাছিয়া অথবা
শিমুলতলা থেকে প্রীতির ছায়াতলের।