ক্ষমা করো অনুপমা! তোমারে বুঝিয়াছিনু ভুল ;
অলস মস্তিষ্কে ছিলো বুদ্ধিদীপ্ত বাক্যেরা নির্বাক!
অভাবে মরিচা পড়ে হৃদয়ের তীক্ষ্ণ ছুরিকায়। . .
অতীতের কথা মোর অতীতেই তাই ফিরে যাক।
আজ তুমি ফিরে এসো, মুখোমুখী বসি আরবার,
ভালো করে ও নয়নে এ ক্ষুধার্ত নয়ন মেলাই।
পুরাতন সব দ্বন্দ্ব, মানসিক মিথ্যা আভরণ
পরিত্যক্ত পড়ে থাক্। চলো মোরা ঘরে ফিরে যাই।
যে প্রেম ঘুমায়েছিলো ঈর্ষা-অন্ধ-মৌনবক্রতায়
তাহারে পৌরুষ দানো,—মৃত্যুত্তীর্ণ মুক্তির ফসল!
চিত্ত তার মরুচারী অগ্নিগর্ভ তপ্ত লাভাস্রোত,
তোমার পশে হোক্ উজ্জীবন-সিক্ত সুনির্মল!
অশান্ত এ নগরীর ছিন্নপথে আমরা অমর
চিরদিন রহিব না জীর্ণদেহ, ভিন্ন যাযাবর।