সভায় এলে আলো করতে
চার দেওয়ালে আবদ্ধ রমনী
ভাবলে তুমি নায়িকা হবে!
বল কি গুণ আছে?
নিতে পারো যদি নামহীন শোক!
একদিন হবে তুমি সেরার সেরা।
শিখতে হলে নত হতে হবে,
আসে যদি অবহেলা
তবে আবেগী অশ্রু ধারায় তোমায়
নতুন অভিষেক হোক।
সভায় এলে আলো করতে
চার দেওয়ালে আবদ্ধ রমনী
ভাবলে তুমি নায়িকা হবে!
বল কি গুণ আছে?
নিতে পারো যদি নামহীন শোক!
একদিন হবে তুমি সেরার সেরা।
শিখতে হলে নত হতে হবে,
আসে যদি অবহেলা
তবে আবেগী অশ্রু ধারায় তোমায়
নতুন অভিষেক হোক।