হারিয়ে গেছে বাস্তুভিটে, ধোঁয়াশায় ঢেকে আছে স্মৃতির জাজিম,
সাতপুরুষের দেশে আজ অবাঞ্ছিত,
হারিয়ে ফেলেছি নিজের নদী, ঝাউতলা, পুকুর, বাগান , গাছগাছালি, মুক্ত আকাশ।
সীমান্তের থেকে কিছু দূরে আমার গ্রাম ,
আমার নদী সাতক্ষীরা আজ যেন আলোকবর্ষ দূরে,
সব কিছু হারিয়ে আজ আমি অসহায় ভবঘুরে,
ফিরে যাওয়ার কোন উপায় নেই আর,
বুকের মাঝে জড়িয়ে ধরে পর্বত প্রমাণ হাহাকার,
এই হাহাকার ভুলতে সমস্ত জীবন ও যে কম লাগে,
জীবনে হয় না যে, আর এক জীবন লাগে,
ভেসে বেড়াই খড়কুটোর মতো,
সীমাহীন অনধিকারের তীব্র যানজটে ,
বুকের মাঝে নিঃশর্ত প্রত্যাশারা আজও বাসা বাঁধে,
মন হারিয়ে যায় ফেলে আসা তালসারির পথের বাঁকে বাঁকে,
ভালোবাসার চোরাটান,মান-অভিমান,যেন আজও ডাকে,
তবু ও তো সবকিছু ছিঁড়ে ফেলে এগিয়ে যেতে হবে,
ভুলে গিয়ে যতো অবেলার পিছুটান,
সামনে পড়ে আছে এক অজানা পথ,
এগিয়ে চলেছে জীবনের রথ,
দুটো ঘরে অনেক মানুষ, কাছাকাছি ঘেঁষাঘেঁষি,
অনিশ্চিত জীবন সংগ্রামের ইতিহাস লেখা নেই কোনখানে,
কী ভয়ঙ্কর এই টিকে থাকার প্রয়াস,
উদ্বাস্তু জীবনের অভিশাপ, দুঃখের নক্সিকাঁথা,
বড়ো বেদনার আর রক্তাক্ত সংগ্রামের গাঁথা।