চৈত্রের রুদ্র রোদ ধুয়ে দিচ্ছে অভিমানী মেঘ,
প্রখর তীব্রতার বৃত্তে আবদ্ধ মোলায়েম বদান্যতা,
ব্যতিক্রমী সময় উসকে দেয় কৌতুহলী প্রশ্ন স্তূপ,
দূরত্বের অসঙ্গত ব্যবধানে এ কেমন ইষ্টিকুটুম?
নিরবিচ্ছিন্ন টানাপোড়েনে খাবি খায় লাটিমের মতো,
বিশ্বাসী মাস্তুলের ভিত জুড়ে নামে তীব্র ক্ষরণ…….
ঝুঁকিহীন ঢেউয়ে এগোয় একটি দুটি পা,
নিদারুণ গভীর আশ্লেষে ছুঁয়ে যায় জলবিন্দু,
শিরায় শিরায় জেগে ওঠে বহুব্রীহি আবেগ,
এক দুই কলি গেয়ে উঠে সুখের পদাবলী।
ক্ষতস্থান শুকিয়ে রেখেছি বাহ্যিক আবরনে,
ভেতরের দগদগে ঘা আজও বর্তমান,
তবু জিইয়ে রাখে অনুভূতির সুকোমল আবেশ,
অভিমানী মনোমেঘে এখন রংধনুর নকশীকাঁথা…