সুজন অবুঝ মনে,
করি যে তোর পরে
এত্ত অভিমান।
দু নয়ন তারায়
বারি ঝরে অবিরাম।
সবটুকু তোকেই বলি,
পাখির মতো ডানা মেলি,
মেঘরাজ্যে ভাসি।
উড়ে যাই আকাশের,
ওই নীল ঠিকানায়।
রোদ্দুর আলো ছায়া মেখে,
কখনো হাসি কখন যে কাঁদি,
কেউ দেখছে দেখুক না।
লোকে তো নিন্দে করবে করুক না!
জানালার কার্নিশ ছুঁয়ে আনমনে চুঁইয়ে পড়ি টিপ টাপ।
তোর বুকে স্মৃতি সাজানো চিলেকোঠায়।
সারাটাদিন তোতাপাখির মতো,
বকবক করেই চলি অবিরত,
করি কতো কলোরব।
একঘেয়েমি জীবনে সুজন
সবই যে নতুন করে বাঁচার ছল!
বন্ধু তুই ভুল বুঝিস না
একটাই তো সাধের জীবন।
হেমন্তিকার মিঠে রোদ্দুরে,
মন কেমনের স্মৃতি চাদরে
জড়িয়ে থাকা আতর গন্ধে প্রেমের সন্তরণ!!