এলোমেলো ইচ্ছে দের আবদার -জোনাক রাত
স্বপ্ন গুলো কে একত্রিত করলাম তাই,
মেঘ দিয়ে মন বোনা খুব সহজ অথবা জটিল
এভাবেই বদলে যায় বৃষ্টির আয়ু রেখা !
কাজলের ঘুম পূর্ণ হলেই জেগে ওঠে অবসাদ
পায়রার রক্ত ঢাকতে একটি একটি করে তাজা
গোলাপের লাশ
তবু দিন গুলো নদী হয় নারী ও