যেখানে অনন্ত অবকাশ ফিরে অবাধ চরণে,
আকাশের নীলিমায় মেলে দিয়ে চোখ
ক্লান্ত অবসন্ন দিনের রেশ মুছে ফেলে,
বিষণ্ণ বিকালে ভাসিয়ে দিও যত শোক।
অতৃপ্ত অনুভবের আকুলতা যত,
স্তব্ধতার সেই অসীম অনুভবে শ্রান্ত নয়ন
কলমীর দামে ঘেরা নিষ্পাপ কিশোরীর মুখ,
সহজে সরলে ভরা সেই স্বপ্ন সুখ!
হারানো সকল বেলা সময়ের খাতে,
আশ্চর্য অন্ধকারে মিশে যাবে অচেনা প্রহর।
গভীর ষুসুপ্তির শেষে আপন কুহরে।