মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া পাখিদের কথা জানতে চায়নি কেউ
আমাদের স্মরণ আমাদের মরণ মানতে চায়নি কেউ
আখের গোছানোর দলে ছুটে ছুটে গেছে তারা
ছুটে ছুটে গেছে তারা কুকুরের মত——
রসটুকু চেটেপুটে খাবে যারা।
অভুক্ত পথিকের সাথে থাকো নাই কেহ
কোন রেখা উঠবে জাগি আমারো লাগি
কোন রেখা অস্তমিত হয় হয়ে জাগ্রত মৃতদেহ।
অভিলাষ মৌনতা গ্রাস করে চেতনাকে
চেতনার বিগ্রহে বিনিদ্র নিকেতন প্রাণশূন্য দাবদাহে,
ধুমকেতুর রচনায় আমিও ছিলাম এক সৈনিক
আমিও ছিলাম রুটিন মাফিক তোমাদের শ্রমিক দৈনিক।
ভুলে গেছো সময়টা, ভুলে গেছো; সেই কাল
অবমানবের বিদায় ঘন্টা বাজবে
আসবে গোধূলি লগনের প্রাক্কালের সেই সোনালী বৈকাল,
ভালো থেকো প্রতিপক্ষ; ভালো থেকো প্রতি লক্ষ্য
ভালো থেকো সমকক্ষ; ভালো থেকো ধৃতরাষ্ট্র
তোমাদের শুভ কামনায় আমি আজও বেঁচে আছি, হইনি অভিনষ্ট।