দূরত্বরা ভির করেছে
আমার আশেপাশে
কোথায় সেই অচিন পাখি
আসবে উড়ে আমার কাছে,
কত কথাই না কইব মোরা
বসে আপন মনে।
সময় কখন বয়ে যাবে
ঘড়ির কাঁটা গুনে,
থাকবে না তার কোনো তাড়া
বাসায় ফেরার তরে
দিন ফুরিয়ে সন্ধ্যা হবে
হাজার কথার ভিরে ,
অপেক্ষাতে আছি তারই
আসবে সে যখন
দেখবে আমি তারই জন্য
করেছি কত পুষ্প চয়ন।