হারিয়ে যেতে চাই
স্বেচ্ছায় সবকিছু ভুলে ;
সফর হোক শেষ,
বিদায় নিয়ে চিরতরে ।।
মায়ার বাঁধন ত্যাগ করে
বিহঙ্গিনী হবে নিঃশেষিত ।
বিষাক্ত প্রেম অপূর্ণতার ভীড়ে,
হচ্ছে ক্রমে সমাধিস্থ ।।
কাউকে ধরে রাখার মিথ্যে অধিকারে
ক্লান্ত পথিক চাইছে ছুটি ।
বর্ণিত স্মৃতিগুচ্ছের পাতা উল্টে,
নিয়তি হয়তো টানবে গল্পে ইতি ।।
বুঝবে না সে এই ব্যাধিত হৃদয়ে
ডানা ঝাপটানোর ক্রন্দন,
তাই আমিও হারাবো তেপান্তরের শেষ ঠিকানায়,
চুকিয়ে দিয়ে সব বন্ধন ।।