সহস্র মানুষের ভিড়ে কিলবিল করে অচেনা কোলাহল,
মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে সবুজ ঘাসের স্পন্দন,
পদপৃষ্ঠে দমবন্ধ মুক্ত বাতাসের আস্তরণ,
খুঁজে চলি চেনা মুখ পরিচিত কন্ঠস্বর,
অগোছালো রোদে শুকিয়ে আসে মৃত্তিকার সোঁদা গন্ধ……..
সবাই পা গুটিয়ে চলে যাচ্ছে উঠোন ছেড়ে,
মধ্যাহ্নের ব্যস্ততা গ্রাস করে নিরবতার বিষাদ ডানা,
পরম্পরা ভেঙে কুঠুরীতে শ্বাসবদ্ধ জীবনমুখী দৈনন্দিন যাপন,
ধূলিকণার মতো উড়ে যায় সুখ শান্তি স্বস্তি।
ছায়া দীর্ঘ হতে হতে ছুঁয়ে যায় আঁধার,
গোধূলির বিষন্ন আলোয় থমকে যায় চরাচর,
পাখিরা ফিরে আসে সান্নিধ্যের উষ্ণতার খোঁজে………..
তবু অধরা রয়ে যায় সম্পর্কের চিরন্তন মোহনা,
চেনা অচেনার মধ্যে দীর্ঘ হয় অসম্পূর্ণ বৃত্ত ……….