সকালের মুখে রোজ হলুদ মেশাোনো দুধ ঢালি
দিনের গায়ের থক থকে ঘা মেটানোর জন্য
বাড়ির দরজা জানালা দিয়ে ঢুকে পড়েছে শ্যামা ঘাস
বর্ণগুলো খেয়ে নিচ্ছে পোকায়
এক এক টা দিন উপোস দিয়ে নিরানি হাতে বসে থাকলেও
ঘুমায় না জঞ্জাল
এবার
মনের সামনেও আয়না ধরি
একটা নিখাদ কবিতা
জমানো পাপগুলো পুড়িয়ে ফেলে