আরে বাহ…!
আপনাকে তো দারুন লাগছে…..
হাঃ….. হাঃ….হাঃ…হাঃ..
কি যে বলেন না মিত্র বাবু…..
হ্যাঁ; ঠিকই বলছি
কোথায় চললেন ? খুব ব্যস্ত মনে হচ্ছে ?
হ্যাঁ, এই পুজো পা ঠ এসে গেছে তো…
হ্যাঁ হ্যাঁ, তাই আর কি………..
আপনি… আচ্ছা আপনি কি পুরোহিত ?
না … না ….আমি ঐ ক্লাবের সভাপতি; সম্পাদক যা ই বলুন একটা কিছু বলতে পারেন
যুক্ত আছি আরকি…
তা এখন এই অসময়ে কি পূজো নিয়ে এত ব্যস্ততা আপনার শুনি ?
আর বলবেন না, এই গণেশ পূজোটা নিয়ে খুব চিন্তায় আছি
এরপরে তো বেশ কয়েকটি পুজো রয়েছে
বিশ্বকর্মা পুজো ;দুর্গাপূজো; কালীপুজো; সরস্বতী পুজো
আচ্ছা ..!
এতগুলো পুজোর সবগুলোই করেন আপনারা ?
হ্যাঁ; হ্যাঁ; আমরা সবগুলো পুজোই করে থাকি,
তাহলে তো বছরে আপনাদের ঐ ক্লাবে অনেকগুলো পূজো অনুষ্ঠিত হয়ে থাকে
খরচপাতি ও তো বেশ ..!
সত্যিই আপনার মত ধার্মিক ব্যক্তির তুলনা হয় না
আচ্ছা সম্পাদক মহাশয়;
এই যে বছরে এতগুলো পূজোর বেশ বড় ধরনের এই খরচের দায়ভার কে বা কারা বহন করে ?
কোথা থেকে আসে এই টাকার পাহাড় ?
হাঃ….হাঃ..হাঃ..(২)
এত সোজা ব্যাপারটা বুঝলেন না মশাই ?
মানে..?
মানে টানে আবার কি জিনিস ?
গণেশ বলুন; বিশ্বকর্মা বলুন; দুর্গা বলুন; সরস্বতী বলুন
এ সব গুলো পূজোই করি লোকের পয়সায়
এ্যা…?
কি বললেন ?
এ্যা নয়… হ্যাঁ……
এই দুর্গাপূজোয় কত করে চাঁদা ধরেছেন আপনারা ?
মাত্র দুই হাজার টাকা
কি ? দুই হাজার টাকা ?
হ্যাঁ.. হ্যাঁ……..
কারা দেয় এত টাকা ? কিইবা তাদের আয় উপার্জনের উৎস ?
আরে মশাই অত আয় উপার্জনের উৎস জেনে আমাদের লাভ কি শুনি ?
আমাদের ট্যাকা দরকার ট্যাকা
যদি কেউ কোন বিশেষ অসুবিধের কারণে এই পূজোয় টাকা দিতে পারল না তখন ?
পারলো না মানে ?
পারল না বললে তো হবে না….
আমাদের ধার্য করা টাকা দিতেই হবে, দিতেই হবে….
দিতেই হবে..?
হ্যাঁ হ্যাঁ দিতেই হবে….।
সে যে করেই হোক চাঁদা আমাদের নিতেই হবে
হ্যাঁ; হ্যাঁ দিতেই হবে.. দিতেই হবে
এ আপনাদের কি ধরনের পূজো ?
এটা কোন সংস্কৃতি ?
রাখুন আপনার সংস্কৃতি, সংস্কৃতির গুল্লী মারি
পূজো করেই হব পুঁজিপতি, পূজো করেই হব পুঁজিপতি
হাঃ…..হাঃ…..হাঃ……..