বাতাস জুড়ে পুজোর গন্ধ , কিন্তু হর্ষ কই?
শুধুই মন্দ , নিরানন্দ মৃত্যু মিছিল সই ।
মরছে কারা ? দুর্গা যত ত্রিশূল ছাড়া হাত
দুঃখিনী মা একলা ঘরে বস্তিতে কাটে রাত ।
রাতের বেলা অসুর আসে মায়ের আঁচল টানে
লোলুপতায় হায়নার দল পিশাচ পিশাচ ঘ্রাণে ।
দুর্গা তখন প্রার্থনাতে মায়ের বিপদ বড়
ওগো ঠাকুর তুমি কোথায় ? “মাকে রক্ষা করো”।
করজোরে কম্পিত হয়ে দুর্গা প্রহর গোনে
মা তখন যন্ত্রনাতে মুষড়ে ঘরের কোণে ।
সাক্ষী থাকে দুর্গা একা , রক্ত আগুন চোখ
গর্জে ওঠে প্রতিবাদে “ওদের শাস্তি হোক” ।
হোক না দেখি পথের মাঝে ফাঁসির হুকুম জারি
সহ্যশক্তি কতদূর গেলে কইবি রে তুই নারী?
কইবে নারী ? কইছে নারী , তালকে করছে তিল
ভাগাড় দেখে সুযোগ বুঝেই ছোঁ মারছে চিল ।
চিল চিৎকার দুনিয়া জুড়ে “অন্যায় আর নয়”…
ধ্বংস যখন মাওবাদীরা ,ধর্ষক কেন রয় ?
রক্তবীজের বংশ বুঝি? নারী শরীর খায়
ক্ষমতা আর অর্থ দিয়ে আইন কিনে যায় ।
যায় না শুধু বিচার করা , ভুলকে করা ঠিক
আধুনিকতার ধ্বজা ওড়াই সমাজ বলে ধিক্ ।
আমরা শুধু লজ্জা ঢাকি খবর গিলে খাই
গ্রহণশেষে চাঁদের মরণ রাহুর সাজা নাই !!