এখন যা দেখছি সবই অন্যায়
শিক্ষাতে অন্যায়
ভিক্ষাতে অন্যায়
চরিত্রে অন্যায়
ভালোবাসায় অন্যায়
প্রেরণায় অন্যায়
অন্যায় নিচু তলায়
অন্যায় ওপর তলায়
অন্যায় আমাদের লজ্জায়
অন্যায় আমাদের মজ্জায়
অন্যায় আমাদের সজ্জায়।
অন্যায় ;অন্যায় ;অন্যায়
অন্যায় চতুর্দিকে
অন্যায় শ্রদ্ধায়; ভক্তিতে
অন্যায় শক্তিতে
অন্যায় আমাদের প্রতিটি পদে পদে পংক্তিতে পংক্তিতে
অন্যায় আমাদের আহারে
অন্যায় আমাদের বাহারে
অন্যায় আমাদের আসনে
অন্যায় আমাদের বাসনে
অন্যায় আমাদের গহনে
অন্যায় আমাদের গ্রহণে
অন্যায় আমাদের দহনে
অন্যায় আমাদের অর্জনে
অন্যায় আমাদের গর্জনে
অন্যায় নির্বাসনে
অন্যায় দেখি পুনর্বাসনে
অন্যায় আমাদের দর্শনে
অন্যায় আমাদের আকর্ষনে
অন্যায় আমাদের প্রশাসনে
অন্যায় আমাদের সংবিধানে
অন্যায় আমাদের মৃত সম অবদানে
অন্যায়; অন্যায়; অন্যায়
অন্যায়ের মহড়া মাতিয়েছে আকাশের কিনারা
অন্যায়; অন্যায়; অন্যায়
অন্যায় আমাদের চেতনে
অন্যায় আমাদের মননে
অন্যায় আমাদের স্মরণে
অন্যায় আমাদের মরণে।
অন্যায় আমাদের থালায়
অন্যায় আমাদের মালায়
অন্যায় আমাদের গলায়
অন্যায় আমাদের চলায়; বলায়
অন্যায় সম্পর্কে
অন্যায় আমাদের যুক্তি তর্কে
অন্যায়; অন্যায়; অন্যায়
অন্যায়ের ভিড়ে একে একে ধীরে ধীরে
ন্যায়ের বাতি যাচ্ছে নিভে
অন্যায় নীড়ে
অন্যায় ভিড়ে
হা;হা;হা;
অন্যায়?
অন্যায় আমাদের নীতিতে
অন্যায় আমাদের অবনতিতে
অন্যায় আমাদের নৈতিকতায়
অন্যায় আমাদের সারল্যতায়
অন্যায় পৃষ্ঠপোষকতায়
অন্যায় দেখছি আজ লৌকিকতায়
অন্যায় দেখছি আজ মানবতায়
অন্যায় দেখছি আজ আত্মগরিমায়
অন্যায়; অন্যায়; অন্যায়
অন্যায়ের বসবাস আজ আকাশে বাতাসে সর্বত্র
অন্যায় আমাদের সৌহার্দ্যে
অন্যায় আমাদের ভ্রাতৃত্বে
অন্যায় দেখছি আজ সামাজিকতায়
অন্যায় দেখছি আজ সহযোগিতায়
অন্যায় দেখছি আজ রাজ খনিতে
অন্যায় দেখছি আজ রাজধানিতে
অন্যায় হচ্ছে রাজনীতিতে
অন্যায় হচ্ছে দুর্নীতিতে
অন্যায়; অন্যায়; অন্যায়
চতুর্দিকে শুধু অন্যায়
অন্যায় আমাদের মগজে
অন্যায় আমাদের আপোষে
অন্যায় আমাদের মনোভাবে
অন্যায় আমাদের অনুতাপে
অন্যায় ধর্মে; অন্যায় কর্মে; অন্যায় মর্মে
অন্যায় আমাদের সহনশীলতায়।
অন্যায়ের হাত ধরে চলতে চলতে
নীতি আজ পরিণত অবনতিতে
অন্যায় আজ আর অন্যায় নেই
অন্যায়কে ন্যায়ে রূপান্তরিত করে নিয়েছি আমরা
এখন সর্বদা অন্যায়ের পথেই চলেছি মোরা
নেই; নেই; নেই আর ভয়
এখন যা হচ্ছে সবই অন্যায়
জয়; জয়! জয়; অন্যায়েরই জয়।